দাদাগিরির পরিণতিতে ব্রিক্স’র উত্থান

জাগো নিউজ ২৪ মোস্তফা হোসেইন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:০২

জন পার্কিন্স এর ‘কনফেসনস অব অ্যান ইকোনমিক হিটম্যান’ বইয়ের বাংলা ভার্সন পড়েছিলাম কয়েক বছর আগে। দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফরহাদ মাহমুদ। অফিসে যাওয়ার পথে দীর্ঘ আলাপচারিতায় বলেছিলেন, জন পার্কিন্স যা বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে তা শতভাগ মিলে যায়। ওই বইটির বাংলায় কি নাম দেওয়া হয়েছিলো ভুলে গিয়েছি।


পড়ার সময় মনে হয়েছিলো,শক্তি-দাপট আর যত খুনের ভয়ই দেখানো হোক না কেন, সত্য চাপা থাকে না বেশিদিন। ইচ্ছা করলেও বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না। সবচেয়ে বড় কথা শক্তির দাপটে ক্ষতিগ্রস্তরাও একসময় না একসময় মেরুদণ্ড সোজা করতে চেষ্টা করে। সম্ভব হলে রুখেও দাঁড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও