ভিডিও স্টোরি: মিরাজুলের ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’
ডেইলি স্টার
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০
সংবাদের কাগজ, তিলের খাজা ও মৌসুমি ফল বিক্রি করে সংসার চলান ৫৮ বছর বয়সী মিরাজুল হক। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যেকোনো বই পড়া তার নেশা। অল্প আয় রোজগার দিয়েই নিজ বাড়িতে বানিয়েছেন পাঠাগার। নাম দিয়েছেন 'বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার'।
দরিদ্রতার কারণে তৃতীয় শ্রেণির পর তার আর পড়ালেখা করা হয়নি। কিন্তু, স্বপ্ন দেখেন স্কুল থেকে ঝরে পড়া মানুষদের ফেরাবেন এই পাঠাগারে। ঝিনাইদহের বইওয়ালা মিরাজুল হককে নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।