You have reached your daily news limit

Please log in to continue


সময়ে এক ফোঁড় দিন

গত কয়েক বছর ধরে অ্যাপসভিত্তিক যাত্রীসেবা বা 'রাইড শেয়ারিং' কীভাবে যানজট লাঞ্ছিত এই নগরীর যাতায়াত ব্যবস্থা সহজ করে দিয়েছে, তা এখন প্রমাণিত। কিন্তু এই ব্যবস্থা সম্প্রসারিত ও জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর নিরাপত্তা ও সেবার মান নিয়েও অসন্তোষ বাড়ছিল। বিশেষত রাইড শেয়ারিংয়ের বৃহত্তম মাধ্যম মোটরসাইকেল নিয়ে। কিন্তু গত কিছুদিন ধরে খোদ চালকদের অসন্তোষই সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের উপজীব্য হয়ে উঠছে।

সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মতে, অ্যাপে চলা রাইড শেয়ারের গাড়ির চালকরা অভিযোগ করে বলেছেন, তারা সড়কে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। ভাড়ায় যাত্রী পরিবহনের মতো সময় ও শ্রমসাধ্য কাজ করে জীবন চালালেও এর আইনগত স্বীকৃতি পাচ্ছেন না। এক দিনে একাধিকার পুলিশি 'হয়রানি' থেকে 'ত্যক্ত-বিরক্ত' হয়ে গত সোমবার নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে আলোচনায় এসেছিলেন একজন বাইকচালক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন