You have reached your daily news limit

Please log in to continue


অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই

বর্তমান প্রেক্ষাপটে ঢাকার আদালতপাড়ায় বহুল আলোচিত বিষয়গুলোর মধ্যে ইমরান-নাকানো দম্পতির কন্যাসন্তানদের অভিভাবকত্ব নিয়ে ওঠা বিরোধ বা বিতর্ক সমাজে আলোড়ন সৃষ্টি করেছে। দেশে এবং দেশের বাইরে অনেক মানুষ কৌতূহল নিয়ে অপেক্ষা করছে এই অভিভাবকত্ব বিরোধের শেষ সমাধান দেখার জন্য। সবার প্রত্যাশা, ইমরান-নাকানো দম্পতি একটি সমাধানে উপনীত হবেন, যাতে তাদের কন্যারা আদর-ভালোবাসায় পিতামাতার সান্নিধ্যে থেকে বেড়ে উঠতে পারে। ইমরান-নাকানো দম্পতির বাস্তবতা একেবারে অন্যরকম।

তারা উভয়ে দুটি ভিন্ন দেশে, দুটি ভিন্ন সংস্কৃতিতে জন্ম হওয়া এবং বেড়ে ওঠা দু'জন প্রাপ্তবয়স্ক মানুষ। তিন কন্যাসন্তানের অভিভাবক। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে- 'কন্যাসন্তানের অভিভাবকদের একটু বেশি দায়িত্ববান হতে হয়।' অভিভাবক হিসেবে ইমরান-নাকানো দম্পতির কাছেও সবার প্রত্যাশা এমনটাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন