![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F29%2F0e51c47ebc8ad2b8aac46251585793a8-61542ddb97ff5.jpg%3Fjadewits_media_id%3D750784)
শিক্ষার্থীদের চুল কাটলো কে!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৫
শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগীয় চেয়ারম্যান ও সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করা শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী এর মধ্যে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে। কিন্তু অভিযুক্ত শিক্ষক বলছেন, এমন কোনও ঘটনা তিনি ঘটাননি।