![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/07/dhaka-stock-excahnge-broker-house-60521-15.jpg/ALTERNATES/w640/dhaka-stock-excahnge-broker-house-60521-15.jpg)
ডিএসইতে প্রথমবারের মত সূচক ৭৩০০ ছাড়াল
টানা তিন দিনের ঊর্ধ্বমুখী ধারায় প্রথমবারের মত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মত ৭৩০০ পয়েন্ট ছাড়িয়েছে। এর আগে চলতি সেপ্টেম্বরের প্রথম দিকে চাঙ্গা বাজারে সূচক টানা বেড়ে ৭৩০০ পয়েন্টের কাছাকাছি গেলেও সেখান থেকে নিচে নেমে যায়। বেশ কয়েক দিনের দর সংশোধন শেষে আবার ঘুরে দাঁড়ায় সূচক।