You have reached your daily news limit

Please log in to continue


আফিম চাষ বন্ধ হবে তালেবান শাসনে?

বিশ্বে সবচেয়ে বেশি আফিম উৎপাদন হয় আফগানিস্তানে। জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালে সারাবিশ্বে উৎপাদিত মোট আফিমের  প্রায় ৮৫ শতাংশই আফগানিস্তানে উৎপাদিত হয়েছে। পপি গাছ তথা আফিম চাষ দীর্ঘদিন ধরে আফগান জনগোষ্ঠীর আয়ের একটি বড় উৎস।

সিএনএন জানিয়েছে, সম্প্রতি ক্ষমতা দখলের পরপরই তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ 'বিশ্বকে পূর্ণ আশ্বাস' দিয়েছেন যে, তালেবান শাসনের অধীনে আফগানিস্তান কোনো 'মাদক-রাষ্ট্র' হবে না। দেশটিতে মাদক চাষ বন্ধ করা হবে এবং আফিম চাষীদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হবে। কিন্তু, তালেবান কীভাবে এটি করবে বা আদৌ করবে কি না তা অনিশ্চিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন