![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/09/28/999c0a9aa92aac5581eb07c76ea59cbd-61533745b90db.jpg)
চাঁদা আদায়ে নখ উপড়ে ফেলার মতো নির্যাতন-স্পৃহার উৎস কোথায়
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিবিধ সূচকে শনৈঃ শনৈঃ করে উঠছে কেবল। আহা শান্তি। অবকাঠামো, ক্রয়ক্ষমতা, জীবনমান ইত্যাদি হাজারটা সূচক আছে। প্রয়োজনে আরও শত সূচক দিয়ে দেখিয়ে দেওয়া যাবে এই অগ্রগতি। এই তালিকায় কি নির্যাতন-স্পৃহাকেও ঠাঁই দেওয়া যায়? গেলে বেশ ভালো হয়। কারণ, এখানেও এক অবধারিত অগ্রগতির দেখা মিলবে।
- ট্যাগ:
- মতামত
- নির্যাতন
- সামাজিক অবক্ষয়