কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইন শিক্ষায় অভিন্ন ভর্তি পরীক্ষা

সমকাল ড. মো. তৌহিদুল ইসলাম প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩

কয়েক বছর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের আর্থিক, যাতায়াত, পরীক্ষার জন্য বিভিন্ন স্থানে অবস্থান এবং সর্বোপরি শারীরিক ও মানসিক কষ্ট লাঘবে উচ্চশিক্ষায় অভিন্ন ভর্তি পরীক্ষার প্রসঙ্গটি বেশ জোরেশোরেই তুলেছিলেন। তার এ আহ্বানে সাড়া দিয়ে কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিশ্ববিদ্যালয় এবং কিছু কৃষি বিশ্ববিদ্যালয়সহ ত্রিশটির মতো সাধারণ বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতিতে অভিন্ন ভর্তি পরীক্ষার আয়োজন করতে চলেছে। কয়েকবার প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেডিকেল কলেজগুলোর অভিন্ন ভর্তি পরীক্ষা বেশ সফলভাবেই সম্পন্ন হচ্ছে। কাজেই গুচ্ছ পদ্ধতিতে অভিন্ন ভর্তি পরীক্ষার বিষয়টি এদেশে এখন সময়োপযোগী এবং পরীক্ষিত।


আমাদের দেশে কোনো বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় না থাকলেও প্রায় সব সাধারণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আইন পড়ানো হয় এবং সবখানেই আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। তবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর ভর্তি পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা আইন অনুষদে ভর্তি হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও