ই-কমার্স : ভরসা নাকি ভয়?
ই-কমার্স ব্যাপারটা একটা কেনাকাটাই মাত্র। আপনি চিঠি লিখে একজন প্রকাশককে বা পুস্তক বিক্রেতাকে বই পাঠাতে অনুরোধ করতে পারেন। বইয়ের দাম আপনি বই হাতে পাওয়ার পরে শোধ করবেন সেটাও হতে পারে।
ছোটবেলায় আমরা ভিপি ডাকযোগে বই কিনতাম। ঢাকার প্রকাশক আমাদের মফঃস্বলের ঠিকানায় বই পাঠিয়ে দিত আর আমরা পোস্ট অফিসে টাকা দিয়ে বই নিয়ে আসতাম। আবার এরকমও হতে পারে যে আপনি আগেই মূল্য পরিশোধ করে দিলেন, বই ডাকযোগে আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাবে।