![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F06%252F10%252Ff0e5fd4e62b37f0a3cba446f6767e6bc-5cfde91a57c38.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
শাহজালালে শুরু হয়নি করোনা পরীক্ষা, আমিরাতে বিশেষ ফ্লাইটও বন্ধ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার পদ্ধতিতে এখনো সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সম্মতি পাওয়া যায়নি। ফলে আজ মঙ্গলবারও বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষা শুরু হয়নি। আরব আমিরাত সরকারের অনুমতি এলেই ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এদিকে আমিরাতে পরীক্ষামূলকভাবে বিশেষ ফ্লাইটও বন্ধ করা হয়েছে।