
এই মৃত্যুর দায় কে নেবে?
গতরাতে প্রিয় নাতনি শেহরীন মাহমুদ সাদিয়ার মরদেহ পাওয়ার পর থেকেই বুক চাপড়ে ক্রমাগত বিলাপ করে যাচ্ছেন সত্তরোর্ধ্ব হাজী জামাল। কোনো কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না। তার কণ্ঠে শুধুই নাতনিকে না বাঁচাতে পারার আফসোস। অনুশোচনায় বারবার কেঁদে উঠছেন তিনি। তারই হাত ধরে হাঁটতে থাকা আদরের মানুষটিকে শেষ পর্যন্ত খুঁজে পেলেন, তবে প্রাণহীন শরীরে।