You have reached your daily news limit

Please log in to continue


২৫ কোটি ডলারের ‘কারেন্সি সোয়াপ’ ঋণ নিয়ে শ্রীলঙ্কার পাশে বাংলাদেশ

বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে এই বছরের মধ্যে ৩৪০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ শোধ করতে হবে। মার্চে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট  মাহিন্দ রাজাপাকসের অনুরোধে চরম সংকটে থাকা দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এক ধরনের মুদ্রা বিনিময় প্রথা বা কারেন্সি সোয়াপের নিয়ম মেনে এই ধার দেওয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫ কোটি ডলার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরও ১০ কোটি ডলার পাঠিয়েছে গত ৩০ আগস্ট।

শ্রীলঙ্কার জন্য এই ঋণটি খুবই জরুরি। পর্যটন শিল্প এবং গার্মেন্টস ব্যবসার উপর নির্ভরশীল দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ এখন তলানিতে। ২০২১ এর এপ্রিলের শেষে শ্রীলঙ্কার মজুদ ছিল ৪০০ কোটি ডলার, যা করোনাভাইরাস মহামারির প্রভাবে ক্রমশ কমতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন