![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F9aa74060-d7a7-4b08-94b9-24a9c635ec1c%252F27_09_21_faujul_kabir.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মধ্যবিত্ত কি এখন নিম্নবিত্ত হবে
মেসেঞ্জারে এক সাবেক সহকর্মীর প্রশ্ন, ‘আপনার কলমের কালি ফুরিয়ে গেল নাকি? লিখছেন না কেন?’ ‘কী নিয়ে লিখব?’ ‘এই যে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার, এ বিষয়ে লিখুন।’ আরেক ক্ষুব্ধ সাবেক সচিব ইলিয়াস আহমদ পরিহাস করে ফেসবুকে লিখেছেন, ‘পেনশনারদের জন্য সুখবর! পেনশনার সঞ্চয়পত্রসহ সকল সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমেছে।’ আমি সাবেক সহকর্মীকে বললাম, একই বিষয়ে এ বছরের গোড়ার দিকেই প্রথম আলোতে লিখেছিলাম, ‘সঞ্চয়কারীরা অপরাধী নন।’ ‘তা কী হলো?’ সাবেক সহকর্মী জানতে চাইলেন। জবাবে তাঁকে আমি একটা গল্প বললাম।