মেসেঞ্জারে এক সাবেক সহকর্মীর প্রশ্ন, ‘আপনার কলমের কালি ফুরিয়ে গেল নাকি? লিখছেন না কেন?’ ‘কী নিয়ে লিখব?’ ‘এই যে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার, এ বিষয়ে লিখুন।’ আরেক ক্ষুব্ধ সাবেক সচিব ইলিয়াস আহমদ পরিহাস করে ফেসবুকে লিখেছেন, ‘পেনশনারদের জন্য সুখবর! পেনশনার সঞ্চয়পত্রসহ সকল সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমেছে।’ আমি সাবেক সহকর্মীকে বললাম, একই বিষয়ে এ বছরের গোড়ার দিকেই প্রথম আলোতে লিখেছিলাম, ‘সঞ্চয়কারীরা অপরাধী নন।’ ‘তা কী হলো?’ সাবেক সহকর্মী জানতে চাইলেন। জবাবে তাঁকে আমি একটা গল্প বললাম।
You have reached your daily news limit
Please log in to continue
মধ্যবিত্ত কি এখন নিম্নবিত্ত হবে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন