![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F4dac18eb-6f8d-4e61-b9a4-7fe1066d9c9f%252FTrain.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বগি লাইনচ্যুতির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। চট্টগ্রামমুখী ট্রেন বিকল্পপথে (ঢাকামুখী লেনে) চলছে। উদ্ধারকারী ট্রেন আসার পর বেলা আড়াইটায় উদ্ধারকাজ শুরু হয়েছে।