![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchu-20210928144147.jpg)
বিয়ে বন্ধ করতে থানায় হাজির স্কুলছাত্রী
মা ও খালা জোর করেই বিয়ে দিতে চান ১৬ বছরের এক স্কুলছাত্রীকে। তাদের বারবার বুঝিয়েও বিয়ে বন্ধ করতে পারেনি ১০ম শ্রেণির ওই ছাত্রী। অবশেষে বিয়ে বন্ধ করতে নিজেই থানায় হাজির হয় সে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে বিয়ে বন্ধের বিষয়ে অনুরোধ জানায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে