ভিডিও স্টোরি: নামে সড়ক হলেও কোথাও নেই পিচ ঢালাই, রয়েছে বিশাল বিশাল গর্ত!

সময় টিভি প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১

সারা বছর সড়কে খোঁড়াখুড়ির কারণে চট্টগ্রামে জনভোগান্তি এখন চরমে। বিভিন্ন প্রকল্পের কারণে বন্দরনগরীর অর্ধেক সড়কই এখন কাটা; বেশিরভাগই চলাচলের অনুপযোগী। একবার কাটা হলে, সে সড়ক সংস্কার হয় না বছরের পর বছর। আরও ভিডিওতে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে