![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F8ce88641-92a9-43df-8096-eb5ca63da731%252F100539JHENAIDAH_DH0574_20210926_JHENIDAH_ROAD_PHOTO_26_09_2021_3_.jpg%3Frect%3D0%252C71%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ভবনের পানি সড়কে, দুর্ভোগ
ঝিনাইদহ পৌরসভার চাকলাপাড়ায় মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহম্মদ (বীর বিক্রম) সড়কের দুই পাশের রয়েছে জেলা জজ, জেলা যুগ্ম জজ, পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সরকারি বাসভবন। অনেক সরকারি কর্মকর্তা ওই সড়কের পাশে বিভিন্ন ভবনে ভাড়া থাকেন। কিন্তু সড়কটি দিয়ে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে হয়। সেখানকার একটি বাড়ি থেকে ময়লা পানি সড়কে এসে পড়ছে।