ভিডিও স্টোরি: মেয়াদ আছে এমন প্যাকেটে রেখে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২০
                        
                    
                লোভ আর অবহেলার কারণে জীবন রক্ষাকারী ওষুধ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওষুধসহ বিভিন্ন প্রসাধনী আমেরিকা, জার্মানি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পণ্য বলে বিক্রি করা হলেও নেই আমদানিকারকের স্টিকার। পণ্যগুলো আলস না নকল নেই চেনার উপায়। আরও ভিডিওতে।
- ট্যাগ:
 - ভিডিও
 - ওষুধ
 - মেয়াদোত্তীর্ণ