সিজার হত্যা: ৫ বছর ধরে চলছে সাক্ষ্যগ্রহণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪
দীর্ঘ ছয় বছর হলো সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ইতালির নাগরিক তাভেলা সিজার। এরপর হত্যাকাণ্ডের এক বছরের মাথায় সাতজনকে অভিযুক্ত করে ২০১৬ সালে চার্জশিট দেয় ডিবি পুলিশ। একই বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরু করতে আদেশ দেন আদালত। এরপর থেকে চলছে মামলাটির সাক্ষ্যগ্রহণ, যা এখনো শেষ হয়নি। বর্তমানে আলোচিত এ মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে বিচারাধীন। সবশেষ ২২ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।