নির্বাচন যখন নির্বাসনে
২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন জেলায় ১৬০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়েছে। এর মধ্যে ৪৩ জন প্রার্থী জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৯টি পৌরসভার মধ্যে ৩টিতে মেয়রও হয়েছেন একই কায়দায়। সংবিধানে প্রত্যক্ষ ভোটে প্রতিটি স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত বা বাছাই করার কথা বলা হয়েছে। এখন দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করার লোকই নেই। যে দেশে স্বামী-স্ত্রী, বাবা-ছেলে, জামাই-শ্বশুর একই পদে ভোটযুদ্ধে নামেন, সে দেশে এ রকম অবাক করা কাণ্ড কী করে ঘটল?
বরাবরের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের দায় নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়ে গেছে। একে অপরকে দোষারোপ করছেন। কিন্তু যাঁদের জন্য ভোট, সেই আমজনতার পক্ষে কথা বলার কেউ নেই। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বিএনপি ভোট বর্জন করেছে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হয়ে যাচ্ছেন।