![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/27/job-reuters-270921.jpg/ALTERNATES/w640/job-reuters-270921.jpg)
চাকরি ছাড়ার আগে যা করা উচিত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭
প্রথমেই পয়সা-কড়ির বিষয়টা মাথায় নিয়ে তারপর আগাতে হবে। সিংহভাগ চাকরিজীবী স্বপ্ন দেখেন অন্যের অনুগত হয়ে না থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করার। তবে স্থিতিশীল একটা উপার্জনের উৎস ছেড়ে ব্যবসার অনিশ্চয়তায় কথা চিন্তা করলে এক পা এগোয় তো দুই পা পিছিয়ে যায়।