শিক্ষার্থীদের উপস্থিতি কমছে
গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর দেশের মাধ্যমিক স্কুলগুলোর ক্লাসরুমে শিক্ষার্থীদের যে উপস্থিতি ছিল, ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে মাধ্যমিক স্কুলে অনুপস্থিতি বাড়ছে।
১২ সেপ্টেম্বর ১৪ হাজার ৮১৭টি স্কুলের ৪৩ দশমিক ৩১ লাখ শিক্ষার্থীর ৬৭ শতাংশ ক্লাসে অংশ নেয়। গত ১৮ সেপ্টেম্বর ক্লাসে উপস্থিত ছিল ১৬ হাজার ৬৯০টি স্কুলের ৪৮ দশমিক ১ লাখ শিক্ষার্থীর ৫৮ শতাংশ। এরপর গত শনিবার ১৫ হাজার ৮৬০টি স্কুলের ৪২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থীর ৫৬ শতাংশ ক্লাসে উপস্থিত হয়।
এখানে স্কুলের সংখ্যা কম-বেশি হওয়ার কারণ হচ্ছে, সব স্কুল প্রতি দিন মাউশির কাছে উপস্থিতির হিসাব জমা দেয় না।
ক্রমবর্ধমান অনুপস্থিতির পেছনে শিক্ষাবিদরা কিছু কারণ চিহ্নিত করেছেন। তাদের মতে, অনেক পরিবার শিশুদের কাজে পাঠাচ্ছে এবং অনেকে মহামারির মধ্যে শিশুদের স্কুলে পাঠাতে অনিচ্ছুক। এ ছাড়া, প্রতিদিন স্কুলে মাত্র দুটি ক্লাস না করে বাড়িতেই পরীক্ষার প্রস্তুতি নিলেই ভালো হবে বলে মনে করছে অনেক শিক্ষার্থী।