![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/uuyyy-2109270723.jpg)
পানি নয়, কাঁদলে চোখ থেকে ঝরে পাথর
সাধারণত মানুষ কাঁদলে চোখ থেকে পানি ঝরে। তবে কখনো কি শুনেছেন কাঁদলে চোখ থেকে পাথর ঝরে? অবিশ্বাস হলেও সত্যি এমনটাই হয় উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। মাত্র ১৫ বছরের এক কিশোরীর। এই নিয়ে অবাক চিকিৎসকরা। ওই মেয়ে কাঁদলে চোখ থেকে ঝরে না পানি, ঝরে পাথর।