দুর্নীতিতে জিরো টলারেন্স

ইত্তেফাক এম আর খায়রুল উমাম প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯

সরকারের পক্ষ থেকে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। দেশকে ডিজিটাল বাংলাদেশ করার জোর কার্যক্রম চলছে। সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। কর্মচারীদের জন্য শুদ্ধাচার অনুসরণের ব্যবস্থা করা হয়েছে। ব্যক্তিবিশেষকে পুরস্কৃত করা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এত কিছু করার পরও দেশ ও জাতি দুর্নীতিমুক্ত থাকতে পারছে না। দিনে দিনে দুর্নীতির করালগ্রাসে ডুবে যাচ্ছে। এখানে সাধারণ জনগণের বিবেচনার সঙ্গে সরকারের বিবেচনা একই অবস্থানে আছে বলে মনে হয় না। সাধারণ জনগণের বিবেচনায় যা দুর্নীতি, তা সরকারি বিবেচনায় দুর্নীতি কি না, সে বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি হয়ে পড়েছে। সরকারি ভাষ্যে দুর্নীতির সংজ্ঞা প্রকাশ্যে এলে সাধারণ জনগণের বুঝতে সহজ হয়ে যেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও