জনবল সংকটে ট্যুরিজম বোর্ডে, কাজের চাপে চাকরি ছাড়তে চান কর্মকর্তারা
২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জনবল নিয়ে ট্যুরিজম বোর্ডের কার্যক্রম শুরু হয়। করপোরেশনের কর্মকর্তাদের প্রেষণে সংযুক্ত করা হয় ট্যুরিজম বোর্ডে। জনপ্রশাসন থেকে প্রেষণে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, উপ-পরিচালক পদগুলোতেও জনবল দেওয়া হয়। পরে ২০১৭ সালে নিজস্ব জনবল নিয়োগ দেয় বোর্ড। এখন বোর্ডে ১৩ জন কর্মকর্তা আছেন। এদের সাতজনই প্রেষণে এবং ছয়জন বিটিবি’র সরাসরি নিয়োগকৃত।