![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F8e4cf096-bba8-4819-a494-920454d57603%252Fng_photo_01.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
জাপানের নিকন আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের দুই ছবি
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮
জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান নিকন করপোরেশন আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশি দুই তরুণের তোলা ছবি বিজয়ী হয়েছে। প্রতিযোগিতার নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্ম শ্রেণিতে সেরা ছবিটি বাংলাদেশি আলোকচিত্র শাহরিয়ার আমিনের, একই শ্রেণিতে আরেক আলোকচিত্রী শাহেদুল ইসলাম পেয়েছেন বিশেষ উৎসাহমূলক পুরস্কার।