![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F26%2Fbandarban-gari-pic-1.jpg%3Fitok%3DXO4pXIuD)
রুমা থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবানের পর্যটন স্পট শৈলপ্রপাত ঝরনা এলাকায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে রুমা ও থানচি উপজেলার সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সড়ক বিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার পর্যটন স্পট শৈলপ্রপাত ঝরনা এলাকায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাকের দুটি চাকা আটকে গেছে। ব্রিজের মধ্যে মাল বোঝাই ট্রাক আটকে বান্দরবানের সঙ্গে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুইপাশে আটকে পড়েছে অসংখ্য গাড়ি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক যোগাযোগ বন্ধ
- পর্যটন স্পট