কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গত অর্থবছরে খেলাপি ঋণ আদায় কমেছে ৩২ শতাংশ

ডেইলি স্টার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫

বাংলাদেশে গত অর্থবছরে খেলাপি ঋণ আদায়ের পরিমাণ আগের পাঁচ বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। করোনা মহামারির কারণে ঋণগ্রহীতারা কিস্তি পরিশোধ করতে সমস্যায় পড়েছেন, ফলে গত অর্থবছরে মাত্র ৬ হাজার ৯২২ কোটি টাকার ঋণ পরিশোধিত হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ঋণ আদায়ের পরিমাণ ছিল ১০ হাজার ১৪০ কোটি টাকা। অর্থাৎ, ২০১৯-২০ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে খেলাপি ঋণ আদায়ের পরিমাণ কমেছে ৩২ শতাংশ।


গত বছরের এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংক মহামারির নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে কিস্তি পরিশোধ স্থগিত করার সুবিধা চালু করে। এই প্রক্রিয়াটি সার্বিকভাবে ঋণ আদায়কে প্রভাবিত করেছে।


দেশে মহামারি আঘাত হানার পর ২০২০-এর প্রথম প্রান্তিকে ঋণ পরিশোধের পরিমাণ এপ্রিল থেকে জুনের মধ্যে ৮৬৯ কোটি টাকায় নেমে এসেছিল। ২০১৭ অর্থবছরের পর এবারই প্রথম এক প্রান্তিকে ঋণ আদায়ের পরিমাণ ১ হাজার কোটি টাকার নিচে নেমে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও