![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/26/basketball-260921-01.jpg/ALTERNATES/w640/basketball-260921-01.jpg)
ফেডারেশন কাপ বাস্কেটবলে সেরা নৌবাহিনী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮
প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দ্বিতীয়ার্ধেও পারল না ঘুরে দাঁড়াতে। সহজ জয়ে ফেডারেশন কাপ বাস্কেটবলের শিরোপা জিতে নিল বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামের কোর্টে রোববার ফাইনালে ৬৩-৩৫ পয়েন্টে জিতে নৌবাহিনী। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৩৭-১৮ ব্যবধানে।
- ট্যাগ:
- খেলা
- অন্যান্য
- ফেডারেশন কাপ
- বাস্কেটবল