আরব আমিরাতের ফ্লাইট: অপেক্ষা আরও ৪৮ ঘণ্টা

বাংলা ট্রিবিউন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপন সম্পন্ন হলেও সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের যাত্রা শুরু করতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের করোনার পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এখানে কোনও সমস্যা নেই। সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার ব্যাপারে আর কোনও ধরনের বিধিনিষেধও নেই। তবে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। 


কেন আরও ৪৮ ঘণ্টা লাগবে- বিষয়টি ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে যাত্রীদের পিসিআর পরীক্ষা করতে হবে। এ ছাড়াও এয়ারলাইনসগুলোরও টিকিট বিক্রি করতে হবে। সবকিছু মিলিয়ে এই সময় লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও