আফগান নারীদের অধিকার সুরক্ষায় কোনো আপস নয় : মালালা

এনটিভি নিউ ইয়র্ক রাজ্য প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০০

আফগানিস্তানে নারী অধিকার সুরক্ষায় কোনো আপস না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই, যিনি ২০১২ সালে তালেবানের হামলার শিকার হন।


বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আফগান মেয়েদের শিক্ষা বিষয়ক একটি প্যানেলের আলোচনায় অংশ নিয়ে মালালা ইউসুফজাই এ আহ্বান জানান।


আফগান তালেবানের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা কাজ করার পদক্ষেপ গ্রহণ ইস্যুতে মালালা বলেন, ২০ বছর আগে ক্ষমতায় থাকার সময়ে তালেবান যে ধরনের কাজ করেছে, তারা এখনো একই কাজ করতে পারে বলে তিনি উদ্বিগ্ন। যদিও সেই সময়ের পর থেকে দেশটিতে নারীদের কাজ এবং শিক্ষার সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও