![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/26/madaripur-fire-260921-01.jpg/ALTERNATES/w640/madaripur-fire-260921-01.jpg)
মাদারীপুরের আগুনে পুড়েছে বেকারি কারখানা
মাদারীপুরের ডাসার উপজেলায় আগুন লেগে একটি বেকারি কারখানা পুড়ে গেছে। ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের ভুরঘাটার মজিদবাড়ি এলাকায় বিসমিল্লাহ বেকারিতে রোববার ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।তিনি বলেন, আনুমানিক রাত ৩ টার দিকে বেকারির কর্মচারীরা ঘুম থেকে উঠে সকালের নাস্তা খেতে বের হন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- বেকারি