মা ব্যস্ত কাপড় ধোয়ায়, পুকুরে ডুবে মরলো দুই বোন
হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বামৈ ইউনিয়নের গোপীহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো, গোপীহাটি গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে মাহি আক্তার (৭) ও তিসা আক্তার (৬)।
স্থানীয়রা জানায়, মায়ের সঙ্গে তারা পুকুরে যায়। মা পুকুরে কাপড় ধোয়া শেষে ঘরে ফিরে আসেন। কিন্তু সন্তানরা পুকুর পাড়ে থেকে যায়। বিষয়টি খেয়াল করেননি মা। এক পর্যায়ে দুইবোন পানিতে পড়ে ডুবে যায়। এদিকে মা ঘরে ফিরে সন্তানদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। তিনি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন পুকুরে খোঁজা শুরু করে। এক পর্যায়ে তাদের পুকুরে পাওয়া গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে