বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের উপকূলের দিকে সরে গেলেও এর প্রভাবে বাংলাদেশের আকাশে জ্বলীয়বাষ্পের উপস্থিতি রয়েছে। এর সঙ্গে সূর্য সোজাসুজি, অর্থাৎ খাড়াভাবে কিরণ ছড়ানোয় বেড়েছে এই গরম। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এ কারণে চলমান ভ্যাপসা গরম আরও দুই থেকে তিন দিন থাকার সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
এদিকে গত সপ্তাহ থেকে বৃষ্টি কমে গিয়েছিল। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি এলেও রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে তীব্র তাপ অনুভূত হচ্ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে এর তীব্রতা।