You have reached your daily news limit

Please log in to continue


নদী কমিশনের হাত আছে হাতিয়ার নেই

এএসএম আলী কবীর সেরনিয়াবাত চলতি বছরের গোড়ার দিকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। ২০১১ সালে তিনি সরকারের সচিব হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর আলী কবীর কর্মজীবন শুরু করেছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষক হিসেবে। ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কর্মরত ছিলেন। সর্বশেষ জনপ্রশাসন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্য ও অনুবাদের বিভিন্ন শাখায় স্বাচ্ছন্দ্য আলী কবীরের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে চাঁদেরবিচ্ছেদ, ঊনসত্তরের ডায়েরি, বাংলা মায়ের খোকা, বিচিত্র প্রসঙ্গ। তার জন্ম ১৯৫২ সালে ময়মনসিংহের হালুয়াঘাটে, পিতার কর্মস্থলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন