![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F26%2Fctg_fire.jpg%3Fitok%3DdUcAzZ7Y)
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি কাঠের গুদাম ভস্মীভূত
চট্টগ্রাম বন্দরের নিমতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি কাঠের গুদাম ভস্মীভূত হয়ে গেছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিমতলা কলোনিসহ সেখানকার আবাসিক এলাকার মধ্যে থাকা কাঠের গুদামে আজ রোববার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায়, মুহূর্তের মধ্যে পাঁচটি কাঠের গুদাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- ভস্মীভূত