সয়ডেক আর বাংলাদেশের নৌকা
সয়ডেকের সঙ্গে বাংলাদেশের নৌকার গল্পের কোনো মিল নেই। যোগসূত্র যা আছে, তা খুব ক্ষীণ। তবু গল্প দুটো আমি এক শিরোনামের ভেতরেই রাখছি। কারণ, যোগসূত্র যেটুকু আছে, তা হলো গিদাইন্সক সমুদ্র জাদুঘর। পোল্যান্ডের সমুদ্রবন্দর গিদাইন্সকে আমি বহুবার গিয়েছি। আরও বহুবার সুযোগ পেলে যাব। লাল রঙের ইটে গথিক রীতিতে গড়া গিদাইন্সক পুরোনো শহরকে আমার আদর্শ ইউরোপীয় শহর মনে হয়। পাশে মতওয়াভা রিভারফ্রন্ট থাকায় শহরটির সৌন্দর্য বহুগুণে বেড়েছে। সেই সৌন্দর্যের গল্প নিশ্চয়ই একদিন করব। আজ প্রথমে বলছি সয়ডেকের গল্প।