পেগাসাসের বিরুদ্ধে ফরাসি মন্ত্রীদের ফোন হ্যাকের অভিযোগ
ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ফের আলোচনায় এসেছে। পেগাসাস ব্যবহার করে এবার ফ্রান্সের মন্ত্রীসভার পাঁচ সদস্যের ফোন হ্যাক করার বিষয়টি নিশ্চিত হয়েছে দেশটির সরকার। ফ্রান্সের নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মিডিয়াপার্ট।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের শিক্ষা, আঞ্চলিক সংহতি, কৃষি, গৃহায়ণ ও পররাষ্ট্রমন্ত্রীর মোবাইল ফোনে পেগাসাস স্পাইওয়্যারের অবস্থানের প্রমাণ পাওয়া গেছে। ঘটনাটি মূলত ২০১৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে ঘটেছে। যদিও ফ্রান্স সরকার সরাসরি এবিষয়ে কেনো মন্তব্য করেনি।