![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/istockphoto-1062831310-170667a-2109250708.jpg)
দেড় লিটার কোমল পানীয় পান করে তরুণের মৃত্যু
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন ২২ বছরের তরুণ; তৃষ্ণা মেটাতে ১০ মিনিটে দেড় লিটার ঠান্ডা পানীয় পান করে ফেলেন তিনি। তার জেরেই মৃত্যু হলো তার।
সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ কোমল পানীয় খাওয়ায় তার শরীরে বিপুল গ্যাস তৈরি হয়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে ওই তরুণের।