![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpatua-20210925121453.jpg)
পটুয়াখালীতে তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট
খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যের সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চেতনানাশক
- সর্বস্বান্ত