ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর

বার্তা২৪ প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১২

আয়ানের বয়স আড়াই বছর। ওর জ্বর ছিলো টানা পাঁচ দিন। সঙ্গে সর্দি-কাশিও ছিলো। হঠাৎ করেই জ্বর ১০২ ডিগ্রি হয়ে যেত। সাপোজিটরি দিয়েও কমানো সম্ভব হতো না। কিছু খেতে পারতো না। বমিও করতো। এই পাঁচ দিনে ওর ওজন কমেছে এক কেজিরও বেশি।


বলছিলেন রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বাগানবাড়ি এলাকার বাসিন্দা সেলিনা আফরোজ। বার্তাটোয়েন্টিফোরকে তিনি বলেন, চিকিৎসকের কাছে নেয়ার পর করোনা টেস্ট দেয়া হয়। পরীক্ষা করানোর পর নেগেটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, লেভোসালবিটামল ও ফেক্সোর খাওয়ানোর পাশাপাশি নাকে নরসল ড্রপ দিতে হয়েছে। নেবুলাইজেশনও করতে হয়েছে। এখন জ্বর না থাকলেও কাশি রয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও