![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252Fbfea3f4c-cd4b-4d6a-bf05-d16148371327%252FBhola_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভোলায় ইলিশের দেখা মিলছে, তবে আকারে ছোট
ভোলার দৌলতখান উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মেঘনা নদীর সুবেদারের মোড় মাছঘাট। আজ শুক্রবার সেখানে দেখা হলো মো. রুবেল মাঝির (৪৩) সঙ্গে। এই মৎস্যজীবী গতকাল দিবাগত রাত রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত নদীতে জাল ফেলেছেন। ছোট-বড় মিলিয়ে ইলিশ পেয়েছেন ১০ হালি বা ৪০টি। বিক্রি করেছেন ৯ হাজার টাকায়। নৌকায় মোট আছে সাতজন। তাদের পেছনের ব্যয়সহ খরচ হয়েছে ২ হাজার টাকার বেশি।