দেড় মাস বন্ধ ফেরি: দুর্ভোগে ২১ জেলার মানুষ
মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে প্রায় দেড় মাস ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে দুর্ভোগে পোহাতে হচ্ছে।
প্রচণ্ড স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার ঘটনায় এই নৌরুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে (বিআইডব্লিউটিসি)। পরবর্তী সময়ে পদ্মা সেতু এড়িয়ে বাংলাবাজার ঘাটের পরিবর্তে শরীয়তপুরের মাঝিরকান্দিতে ঘাট বসিয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি রুট সচল করার উদ্যোগ নেওয়া হয়। সব প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু নাব্য সংকটের কারণে এ রুটও সচল করা সম্ভব হয়নি।