![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/ilish-1909060850-1909061416-2109241155.jpg)
ঢাকার ইলিশ রফতানির শর্তে শঙ্কায় কলকাতা
দূর্গাপূজার উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তাতে গতবারের মত এবারও উচ্ছসিত কলকাতা। এবার সেই উচ্ছাসের মাত্রা আরও বেশি, কারণ গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ ইলিশ ঢাকা থেকে কলকাতা যাচ্ছে।