রণক্ষেত্র আসাম, পুলিশের গুলিতে মৃত দুই
কয়েক মাস আগে আসামে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। ক্ষমতায় এসেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান চালু করেছেন তিনি। অভিযোগ, উচ্ছেদের নামে সংখ্যালঘু মুসলিম এবং বাঙালিদের উপর আক্রমণের নতুন কৌশল নিয়েছেন তিনি। যদিও সরকারপক্ষ তা মানতে নারাজ। বৃহস্পতিবার রাজ্যের দারাং অঞ্চলে তেমনই এক উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের গুলিতে দুইজনের প্রাণ যায়। ঘটনার যে ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, হাতে ক্যামেরা নেওয়া সিভিল পোশাকের এক ব্যক্তি গুলি লাগা সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। পরে অবশ্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।