মীনার জন্য ভালোবাসা
করোনাভাইরাস নিয়ে যখন সামনের সারির যোদ্ধারা করোনা মোকাবিলায় নিজেদের জীবন বাজি রেখে নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন তখন ঘরে অলস বসে নেই আর একজন। যেই একজন আমাদের নিরাপদ পানি পান করা, নিরাপদ স্যানিটেশন, বাল্যবিবাহ রোধ, নারী শিক্ষার প্রয়োজনীয়তা শিখিয়েছিলেন; তিনি আবার আমাদের মাঝে সচেতনতার বার্তা নিয়ে সময়ের প্রয়োজনে ছুটে এসেছেন। তিনি আর কেউ নন। বাংলাদেশসহ আমাদের এই দক্ষিণ এশিয়ার শিশুদের বন্ধু। যিনি নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করেন, প্রতিবেশীদের সচেতন করেন, একসময় তার বন্ধুদের নিয়ে সদলবলে সচেতন করেন তার গোটা গ্রামকে। তারপর বদলে দেন গোটা দেশ।
শিশুদের সেই প্রিয় পরিচিত মুখ আর কেউ নয়। তার নাম ‘মীনা’। এক কল্পচরিত্র কীভাবে এই দক্ষিণ এশিয়ার সকল শিশুর বাস্তবের বন্ধু হয়ে উঠেছিল তা ভাবলে বড় হয়েও আমার বিস্ময় কাটে না।
- ট্যাগ:
- মতামত
- মীনা দিবস
- স্মৃতিচারণা