কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বনাথে ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা

মানবজমিন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নের ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। দশঘর ও রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের কমিট গঠন নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ। বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল করে ত্যাগী অসন্তোষ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ এ কমিটিতে জামায়াত, বিএনপি, মাদকাসক্ত, চোর, বাটপার ও অছাত্রদের দিয়ে কমিটি গঠন করায় ফুঁসে উঠেছে ত্যাগী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়া সদ্য গঠিত কমিটি থেকে পদত্যাগও করেছেন ৩ জন। তারা হলেন- শেখ শাহান শাহ, মাছুম আহমদ ও শেখ সেবুল। তাদের অভিযোগ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থের বিনিময়ে জামায়াত, বিএনপি, মাদকাসক্ত, চোর, বাটপার ও অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।জানা গেছে, গত ২০শে সেপ্টেম্বর উপজেলার দশঘর ও রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি অনুমোদন করেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাপ্পু সারথী দাস ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইন। কমিটিতে জামায়াত, বিএনপি, মাদকাসক্ত, অছাত্র ও চোর-বাটপারদের স্থান দেয়া হয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কোনো প্রকার কাউন্সিল না করে, উপজেলা ছাত্রলীগের কমিটিকে না জানিয়ে গোপনে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর একক সিদ্ধান্তে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এমনকি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের কমিটির সঙ্গে কোনো যোগাযোগ না করে এই কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রদল কর্মীকে সভাপতি করে যাদেরকে কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে তারা আদৌ ছাত্রলীগের কোনো সক্রিয় ও সচেতন কর্মী নয়। অধিকাংশ সদস্যদের পরিবারবর্গ বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও সক্রিয়। কমিটির গুরুত্বপূর্ণ পদ সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে মাদকাসক্ত একজনকে। তিনি বর্তমানে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আছেন। আগামী ২৮শে সেপ্টেম্বর মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে মুক্তি দেয়া হবে।বঞ্চিত বিগত দিনে ছাত্রলীগের কোনো কার্যক্রমে ও আন্দোলন- সংগ্রামে তারা অংশগ্রহণ করে নাই এবং ইউনিয়ন ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সঙ্গে তাদের পরিচিতি বা যোগাযোগ নেই। তাই এই কমিটি দিয়ে ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করা যাবে না। এমনকি ভবিষ্যতে বিরোধী দলের আন্দোলন-সংগ্রামও তাদের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এতে ছাত্রলীগের প্রকৃত কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই অবিলম্বে ঘোষিত ওই কমিটি বাতিল করে দলের প্রকৃত কর্মীদের দিয়ে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবি জানানো হয় সভায়।বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাপ্পু বলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পদককে যদি আওয়ামী লীগের সভাপতি করা যায়, তাহলে ছাত্রলীগ নিয়ে এতো মাথাব্যথা কার। সাধারণ সম্পাদক মোবারক হোসাইন বলেন, ইউনিয়ন কমিটিতে কোনো জামায়াত- বিএনপি’র কাউকে স্থান দেয়া হয়নি। যাদের স্থান দেয়া হয়েছে তারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন। একটি পক্ষ তাদের বলয়কে শক্তিশালী করতে মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত