![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/beer-2109231021.jpg)
বিয়ারের বোতলের রং বাদামি বা সবুজ হওয়ার কারণ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২১
একটু খেয়াল করলেই দেখবেন, যত নামীদামী ব্র্যান্ডের বিয়ার হোক না কেন, এর বোতলের রং বাদামি কিংবা সবুজ হয়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন বিয়ারের বোতলের রং বাদামি বা সবুজ হয়? কেন সাদা রঙের হয় না?
ইতিহাস বলছে, হাজার বছর আগে মিশরে প্রথম বিয়ার তৈরি শুরু হয়। কিন্তু ১৯ শতকে বিয়ার বোতলবন্দি করা শুরু হয়। সে সময় বিয়ার উৎপাদকরা এই পানীয়ের স্বাদ, গন্ধ ঠিক রাখার জন্য স্বচ্ছ কাচের বোতলে বিয়ার রাখা শুরু করেন।