![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F23%2Fmongla-.jpg%3Fitok%3DFZ8k0PSH)
মোংলায় শিক্ষকের করোনা শনাক্ত, স্কুল ঘিরে শঙ্কা
বাগেরহাটের মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ওই শিক্ষক বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন। এর আগে করোনা পজিটিভ শনাক্ত হন ওই শিক্ষকের স্ত্রী। বিদ্যালয়ের এক শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় বাকি শিক্ষক-শিক্ষিকার পরীক্ষা করানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।